গ্রীনলাইন বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৬:৪৩:১৩
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট সেতু এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস