দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১২ ১৭:২৩:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮  দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ৬২৮ বারে ১০ লাখ ৮৪ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিমেস্টমসের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৬৭১ বারে ১০ লাখ ৮৫ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ৫৪১ বারে ৪ লাখ ৫৭ হাজার ৩৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সন্ধানি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪ দশমিক ৮৩ শতাংশ, পদ্মা অয়েলের ৪ দশমিক ৩৭ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৩৪ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৩১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ দশমিক ২৫ শতাংশ ও আমরা টেকনোলজির ৪ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস