ইউসিবি এবং ইউআইটিএস এর মধ্যে চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৭:৪৩:১৯
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনলজি এন্ড সাইন্সেস (ইউআইটিএস) এর মধ্যে ইউসিবি’র কর্পোরেট হেড অফিসে একটি চুক্তিস্বাক্ষরহয়।চুক্তিঅনুযায়ী, ইঊসিবি ইউআইটিএস এর স্টুডেন্ট ফিস কালেক্ট সহ তাদের মেইন কালেকশন একাউন্ট বা হিসাব মেইনটেইন করবে।
ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মামদুদুর রশীদ এবং ইউআইটিএস’র ভাইস চ্যন্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ সোলায়মান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস’র ডীন স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডঃ মোহাম্মদ মাজহারুল হক;ইউআইটিএস’রডীন স্কুল অব বিজনেস প্রফেসর ডঃ সিরাজ উদ্দিন আহমেদ; ইউআইটিএস’র ডীন স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোস্যাল সাইন্স ডঃ আরিফাতুল কিবরিয়া; ইউআইটিএস’র রেজিস্ট্রার জনাব মোহাম্মাদ কামরুল হাসান; ইউসিবি’র ইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং জনাব মোঃ সেকেন্দার-ই-আজম এবং ইউসিবি’র ইভিপি ও হেড অবরিটেইল বিজনেস ডিভিশন জনাব তৌফিক হাসান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।
ক্যাপশনঃ ইউনাইটেডকমার্শিয়ালব্যাংকলিমিটেড (ইউসিবি) এবংইউনিভার্সিটিঅবইনফরমেশনটেকনলজিএন্ডসাইন্সেস (ইউআইটিএস) এরমধ্যেগত ৮ জানুয়ারী ২০২০ তারিখেইউসিবি’র কর্পোরেট হেড অফিসে একটি চুক্তিস্বাক্ষর হয়।চুক্তিঅনুযায়ী, ইঊসিবি ইউআইটিএস এর স্টুডেন্ট ফিস কালেক্ট সহ তাদের মেইন কালেকশন একাউন্ট বা হিসাব মেইনটেইন করবে। ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মাদ মামদুদুর রশীদ এবং ইউআইটিএস’র ভাইস চ্যন্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ সোলায়মান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
সানবিডি/ঢাকা/এসআই