ক্রিসেলের দায়িত্ব নিলেন ডিবিসির সচিব ড. মামুন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১২ ২২:৫৯:০৭
দেশের অন্যতম ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) হিসেবে যোগ দিয়েছেন আইসিএমএবির ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) সচিব ড. সৈয়দ এ মামুন, এফসিএমএ। সম্প্রতি তিনি ক্রিসেলের এই পদে যোগ দিয়েছেন। কোম্পানিটি ১৯৯৫ সাল থেকে রেটিংয়ের কাজ করে আসছে।
এই কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি বিগত ১০ বছর যাবত শিল্প বিশ্লেষক এবং রেটিং কমিটির সদস্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্রিসেলের সাথে কাজ করে আসছেন। একজন উৎসাহী ফিনান্স পেশাদার হিসাবে, কর্পোরেট ও একাডেমিয়ায় তার ১৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন (আইএফসি), বিশ্বব্যাংক, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), এসএনভি নেদারল্যান্ড উন্নয়ন সংস্থা, ইউনাইটেড ন্যাশনাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) সহ বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসাবে কাজ করেছেন।
ড. মামুন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ফিনান্সে পিএইচডি অর্জন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব ও তথ্য সিস্টেম বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ করেছেন। তিনি ইন্দোনেশিয়ার ইন্সটিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) এর সার্টিফাইড প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (সিএমএ) এবং ফেলো সদস্য(এফসিএমএ) এবং সার্টিফাইড টেকসই প্রতিবেদন বিশেষজ্ঞ (সিএসআরএস), ইন্সটিটিউট অফ সার্টিফাইড টেকসই প্রবেশনারস (আইসিএসপি), ইন্দোনেশিয়া।
তিনি পাশাপাশি স্থানীয় নামী স্কুল অফ বিজনেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সহ আন্তর্জাতিক বিজনেস স্কুলগুলিতে একাডেমিক হিসাবেও কাজ করেছেন; ব্র্যাক বিজনেস স্কুল, স্কুল অফ অ্যাকাউন্টিং, ইউনিভার্সিটি অফ উটারা মালয়েশিয়া (ইউইউএম) (এএসিএসবি অনুমোদিত বি-স্কুল), দক্ষিণ-পূর্ব বিজনেস স্কুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে অতিথি অনুষদ হিসাবেও শিক্ষকতা করেছেন; আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ইসলামী ব্যাংক প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীতে কাজ করেছেন।
তিনি বর্তমানে আইসিএমএবি ঢাকা শাখা কাউন্সিলের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। স্বনামধন্য পিয়ার পর্যালোচনা করা জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল গুলিতে প্রকাশিত তাঁর ৩০ টিরও বেশি গবেষণা নিবন্ধ রয়েছে। জার্মানি থেকে প্রকাশিত “উদীয়মান অর্থনীতিতে অভ্যন্তরীণ কর্পোরেট পরিচালন: বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের পারফরম্যান্সের প্রভাব” শীর্ষক তাঁর বই।