বাজারে প্রথম ১৬ জিবি র্যামের ফোন আসছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৩ ১২:৫০:৫৯
বাজারে বিশ্বের প্রথম ফোন হিসেবে ১৬ জিবি র্যাম পেতে যাচ্ছে শাওমির ব্ল্যাক শার্ক ৩। গেইমিং ফোনটি হবে ব্ল্যাক শার্ক ২ প্রোয়ের আপডেট সংস্করণ।ফাইভজি কানেক্টিভিটি সম্বলিত ফোনটি চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। ফাইভজি ছাড়াও ফোনটির ফোরজি সংস্করণ পাওয়া যাবে। বাজারে আসলে ফোনটি প্রতিদ্বন্দ্বিতা করবে আসুসের আরওজি ও নুবিয়ার রেড ম্যাজিক সিরিজের ফোনগুলোর সঙ্গে।
কিছু দিন আগে ব্ল্যাক শার্কের সিইও উ শিমিন জানান, ব্ল্যাক শার্কের প্রথম ফাইভজি ফোনের প্রোটোটাইপ (ডামি) তৈরি হয়েছ। ফোনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।আগের সংস্করণ ব্ল্যাক শার্ক ২ প্রোতে ছিলো স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। ব্রাইটনেস কমিয়ে গেইম খেলার সুবিধার্থে ফোনটিতে ছিলো ডিসি ডিমিং ২.০ ফিচার।
গেইমিংয়ের সময় ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে এতে লিকুইড কুলিং ৩.০+ ফিচারও যুক্ত করা হয়েছিলো।ফোনটি বাজারে এসেছিলো ৮ ও ১২ জিবি র্যাম সংস্করণে। স্টোরেজের জন্য ছিলো ১২৮ ও ২৫৬ জিবি সংস্করণ। দাম শুরু হয়েছিলো ৪৩৫ ডলার (সাড় ৩৬ হাজার টাকা) থেকে।
সানবিডি/এনজে