ঘন কুয়াশায় শাহজালালে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৪ ১২:৩৪:৩৪
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ ছিল উড়োজাহাজের ওঠানামা। সোমবার রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে মঙ্গলবার সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। মঙ্গলবার সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে। পরে সকার ১০টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রোববারও ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।
সানবিডি/ঢাকা/এসএস