টি-২০ বিশ্বকাপে ফেরার ইঙ্গিত ভিলিয়ার্সের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৪ ১৯:১৫:৫৩
ফর্মের তুঙ্গে থাকতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে তার দলের শিরোপা জেতোর বড় সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তারা। পরে ২০১৮ সালের শুরুতে অবসর নেন তিনি। কিন্তু ক্রিকেটে তার অনেক কিছু দেওয়ার আছে এখনও। এই অনুধাবন থেকে ইংল্যান্ড বিশ্বকাপে ভিলিয়ার্স ফিরতে চেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট তার ফেরার ইচ্ছাকে নাকচ করে দেয়।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ওই বিশ্বকাপে ভরাডুবির পর অনেক কিছু বদলে গেছে। গ্রায়েম স্মিথ নিয়েছেন বোর্ড পরিচালকের দায়িত্ব। মার্ক বাউচার হয়েছেন দলের কোচ। জ্যাক ক্যালিস, চার্লস ল্যাঙ্গাভেল্টেকে নিয়ে নতুন কোচিং স্টাফ পেয়েছে প্রোটিয়া। নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন তারা। ডি ভিলিয়ার্সের ফেরার সম্ভাবনাও তৈরি করেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নিজেও ফিরতে আগ্রহী।
বিগ ব্যাশ লিগে অভিষেক হওয়া ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি ফিরতে পছন্দ করবো। দেশে ফিরে আমি নতুন কোচ মার্ক বাউচার, পরিচালক গ্রায়েম স্মিথ এবং অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির সঙ্গে কথা বলবো। তারা সবাই চান আমার ফেরাটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখুক। তবে শেষ পর্যন্ত ফেরাটা বাস্তব হতে হলে তার আগে আরও অনেক কিছুই ঘটতে হবে।’
এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিসও ইঙ্গিত দেন যে, ডি ভিলিয়ার্সের ফেরার সম্ভাবনা আছে। তা নিয়ে তারা আলাপ-আলোচনা করছেন। তিনি জানান, ভিলিয়ার্সের ফেরার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের।
ব্যাপারটা এমন নয় যে ইচ্ছা হলো আর তাকে দলে নিয়ে নেওয়া হলো। ডু প্লেসি বলেন, ‘বিশ্বকাপে অবশ্যই আপনি চাইবেন আপনার সেরা ক্রিকেটার খেলুক। আমি মনে করি ডি ভিলিয়ার্স আমাদের সেরা ক্রিকেটার। তাহলে কেন আমি তাকে ফেরানোর চেষ্টা করবো না?’
সানবিডি/ঢাকা/এসএস