এমবাপ্পের জোড়া গোলে মোনাকোকে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-০১-১৬ ১১:২৮:৫৫


লিগ ওয়ানের ম্যাচে দাপুটে ফুটবল খেলে অনায়াসে জিতেছে ফ্রান্সের জায়ান্ট ক্লাব  পিএসজি। মাত্র তিনদিন আগে ম্যাচ হারা ভুল আর করেনি টমাস টুখেলের দল। এ ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। নেইমার ও পাবলো সারাবিয়াও একটি করে গোল করেন।

লিগ ওয়ানের ম্যাচে বুধবার রাতে মোনাকোকে  তাদের নিজ মাঠে ৪-১ গোলে  উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে পিএসজি। সাফল্যও আসে ২৪তম মিনিটে। থ্রু পাস বাড়ান আনহেল দি মারিয়া। ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে কোনাকুনি শটে এমবাপে গোল দেন।

নিজের স্মৃতিবিজড়িত সাবেক দলকে গোল দেওয়ায় আনন্দ প্রকাশ করেননি এমবাপে।

বিরতির ঠিক আগে ফের গোল দেয় পিএসজি। এবারের নায়ক নেইমার। ডি-বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়েছিল পিএসজি।

৭২তম মিনিটে আরেকটি গোল। এবারের নায়ক সারাবিয়া। ব্যবধান দাঁড়ায় ৩-০। মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল পেয়ে ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৮৭তম মিনিটে গোল খায় পিএসজি। ফরাসি মিডফিল্ডার বাকাইয়োকো একটি গোল দিয়েও টলাতে পারেননি পিএসজিকে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে নেইমারের পাস থেকে গোল দিয়ে দলের চারটি গোল সম্পন্ন করেন এমবাপে।

এ মৌসুমে লিগ ওয়ানে ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। নবম স্থানে নেমে যাওয়া মোনাকোর পয়েন্ট ২৯।

সানবিডি/এনজে