কুবিতে বাংলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০১৫-১১-২৫ ১৩:৫৮:২৯


CUকাটুক মোদের জীবন মরনে সেতুবন্ধনী দিন’ এই শ্লোগান কে সামনে রেখে  কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের নবীণ বরণ ও বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামানের সেভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড.এম এম শরিফুল করিম, বিশ্ববিদ্যালয় প্রক্টর মোঃ আইনুল হক, গনিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমার, প্রত্ম তত্ত্ব বিভাগের প্রভাষক মো: সাদেকুজ্জামান তনু, নবীন বরণ ও বিদায় সংবর্ধনার আহবায়ক বাংলা বিভাগের  সহকারী অধ্যাপক মো: মোকাদ্দেস-উল- ইসলাম বিদ্যুৎ, বাংলা বিভাগের প্রভাষক নাহিদা নাহিদ,  কামরুন নাহার শিলা,  সুমাইয়া আফরিন সানি সহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে ‘অনিঃশেষ’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহমুদ ও ফাতেমাতুছ জুহরা ইমু। বিভাগের আন্তঃব্যাচ ফুটবলের টুর্নামেন্টের পুরস্কার ও বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।