দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইর্য়ান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৬ ১৬:৩১:৩৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইর্য়ান ডাইং লিমিটেডে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৮৭০ বারে ৫ লাখ ৫০ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ণ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১৬৮ বারে ৭৩ হাজার ৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৬  শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৬৪ বারে ১২ লাখ ২৩ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৩২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ৭ দশমিক ৩১ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৬ দশমিক ৬৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ দশমিক ৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ দশমিক ৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক লিমিটেড মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৭৬ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৫ দশমিক ৩৮ শতাংশ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ দশমিক ০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস