সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-১৮ ১১:০৬:৪০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১১ লাখ ১৭ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৮৬ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ১ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের ২৯ লাখ ৬০ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ কোটি ১৪ লাখ ৭৮ হাজার টাকা।
লেনদেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যাল, নর্দার্ন জুট, রিং শাইন, স্ট্যান্ডার্ড সিরামিক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
সানবিডি/এসকেএস