সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-১৮ ১১:২৬:০২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে দর বেড়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের দর বেড়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৯৩ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৬ শতাংশ, রেনেটার ৬ দশমিক ১৮ শতাংশ, সী পার্লের ৫ দশমিক ৫২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫ দশমিক ২৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ দশমিক ০৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪ দশমিক ৬৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস