সাপ্তাহিক দর পতনের শীর্ষে নর্দার্ন জুট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৮ ১১:৪৪:০৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দার্ন জুট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে দর কমেছে ২৮ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩৩ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এস এস স্টিলে দর কমেছে ২৭ দশমিক ৬০ শতাংশ। কোম্পানির সর্বমোট ১৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যাইল ক্রাফটের দর কমেছে ২৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির সর্বমোট ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ২২ দশমিক ৭২ শতাংশ, আজিজ পাইপসের ১৮ দশমিক ৮১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৭ দশমিক ৮২ শতাংশ, রিং শাইনের ১৭ দশমিক ৭৮ শতাংশ, জেমিনি সী ফুডের ১৭ দশমিক ৭৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১৬ দশমিক ৯৮ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ১৬ দশমিক ১৫ শতাংশ কমেছে।

সানবিডি/এসকেএস