বুড়িগঙ্গার আশেপাশে  ২৩১ কারখানা বন্ধের নির্দেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২০ ১৪:০৯:১৯


পরিবেশগত ছাড়পত্র না থাকায়  বুড়িগঙ্গা নদীর আশপাশে গড়ে ওঠা ২৩১টি প্রতিষ্ঠানের কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি জানানোর জন্য বলা হয়েছে ওয়াসাসহ সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে।

আজ  সোমবার (২০ জানুয়ারি) বুড়িগঙ্গায় পানি দূষণ সংক্রান্ত এক রিটের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ তথ্য জানিয়েছেন।

সানবিডি/এনজে