সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২০ ১৪:২৬:৩৭
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয় তারা এ বৈঠকে বসেন। বৈঠকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন। এদিকে মার্কিন রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও দুই সদস্য রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।
উল্লেখ্য, রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানবিডি/এনজে