কক্সবাজারে ৫০ দোকান আগুনে পুড়ে ছাই
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২২ ০৯:১৩:৩৯
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৫০ দোকান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) পাতাবাড়ি এলাকার সদস্য মোহাম্মদ বাদশা মেম্বার জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। উত্তরাংশে রয়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সোখানেই হঠাৎ আগুন লাগে।
মার্কেট মালিক মোর্শেদুল আলম চৌধুরী টিটু জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে আগুন লাগে। এসময় মার্কেটে বিস্ফোরিত হয় গ্যাসের সিলিন্ডারও। তাই জনগণ চেষ্টা করেও শুরুতে আগুন নেভাতে গিয়েও পিছু হটে।
প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।