কুড়িগ্রামে “শুভ্রতা”র আড়াই হাজার জ্যাকেট বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ১১:০৫:৫৬
কুড়িগ্রামের পৌরসভা, চিলমারী, ভুরুঙ্গামারী, উলিপুরসহ বিভিন্ন থানায় সুবিধাবঞ্চিত শিশু, মহিলা ও বয়স্কদের মাঝে প্রায় ২৫০০টি জ্যাকেট/সোয়েটার বিতরণ করেছে “শুভ্রতা”(স্বেচ্ছাসেবী সংগঠন)।
যেসব দূর্গম এলাকাতে তেমন কোনো সাহায্য সেবা পৌঁছায় না কেবলমাত্র কুড়িগ্রাম জেলার সেসব চর এলাকাগুলোতেই শীতবস্ত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, “শুভ্রতা” ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে কাজ করছে ঢাবি, জবি, কুবি, সাস্টসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের এক ঝাঁক মেধাবী তরুণ-তরুণী। সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত শিশু কিশোর, শিক্ষা, বৃক্ষ রোপণ ইত্যাদি নিয়ে কাজ করে থাকে। কেবলমাত্র সদস্যদের চাঁদা দিয়েই সংগঠনটি তার যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। সংগঠনটির ঢাকার বাহিরেও কয়েকটি শাখা রয়েছে।
বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শরীয়তপুরের সন্তান, পি, এম, খালিদ হাসান এবং অন্যতম উপদেষ্টা হিসেবে নিরলস কাজ করছেন, শরীয়তপুর সাংবাদিক সমিতি,ঢাকার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন তুষার, এডভোকেট মোয়াজ্জেম হোসেন, অতুলচন্দ্র ওঝা এবং জসিম আহম্মেদ এবং আসাদুজ্জামান শামীম।
সানবিডি/এনজে