হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ১২:৪৩:০৪
রাজধানীর হাজারীবাগের রায়ের বাজারে বুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আজ বুধবার সকাল ১০ টা ৪২ মিনিটে সিকদার মেডিক্যালের পেছনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।
আহত ওই শ্রমিককে সিকদার মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সেখানে পিলার খননের কাজ চলছিলো বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
সানবিডি/ঢাকা/এসএস