সিটি নির্বাচনে অনিয়ম হলে আইন শৃঙ্খলা বাহিনীকে ছাড় নয়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ১৬:৩০:০৩
আসন্ন ঢাকা সিটি নির্বাচনে কোনো ধরণের অনিয়ম হলে আইন শৃঙ্খলা বাহিনীকে ছাড় দেয়া হবে না।
নির্বাচনে কোনো অনিয়ম বিচ্যুতির ঘটনা যেন নির্বাচন কমিশন পর্যন্ত না গড়ায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। বুধবার দুপুরে, আগারগাও নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।
সিইসি বলেন, যেকোন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। ইভিএম প্রযুক্তি সফল হলে দেশে কোন ভুয়া ভোটার থাকবে না। সিটি নির্বাচন ৫৪ লক্ষ ভোটারের আয়োজন, তাই কিছুটা ক্রুটি বিচ্যুতি থাকতেই পারে বলেও মনে করেন সিইসি।
এসময় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন,দুই সিটির ভোটের দিকে চোখ রেখেছে আন্তর্জাতিক মহল। ভোটের উৎসবের আমেজ রক্ষা করে ভোটারদের ভোট দেয়ার পরিবেশ রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। যদি কোনো অনিয়ম হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, বাড়ি থেকে এজেন্ট কেন্দ্রে আনা ইসির কাজ না। তবে কেন্দ্র থেকে যেনো এজেন্ট বের করে না দেয়া হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
সানবিডি/এনজে