রনি যেনো অারেক মুস্তাফিজ
প্রকাশ: ২০১৫-১১-২৫ ২১:৫৪:১০
মুস্তাফিজুর রহমানকে নতুন করে চেনানোর কিছু নেই। সাতক্ষীরার এই তরুণের পরিচিতি এখন বিশ্বজোড়া। বিশ্বের দাপুটে ব্যাটসম্যানরাও মুস্তাফিজকে নিয়ে ভয়ে থাকেন। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক প্রতিভাবান বোলার রয়েছেন যারা ভবিষ্যতে মুস্তাফিজের মতই মাঠে ঝড় তুলবেন।
এমন একজন প্রতিভাবান পেসার আবু হায়দার রনি। ১৯ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার চলতি বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গত ২২ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে তার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে।
প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট। পরের ম্যাচে উইকেট না পেলেও আজ বুধবার বরিশাল বুলসের বিপক্ষে চার ওভার বল করে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
তার বোলিংয়ে সুইং, গতি সবই আছে। লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারেন তিনি। তার বলে ব্যাটসম্যানরা একটু ভেবেচিন্তেই ব্যাট করেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ