ইউনিক্যাপ ইনভেস্টমেন্টসের সিইও হলেন সালামুল লতিফ চৌধুরী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ২০:৩৫:২৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউনিক্যাপ ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সালামুল লতিফ চৌধুরী। আজ বিএসইসির কিমিশন সভায় তাকে সিইও হিসেবে অনুমোদন দিয়েছে।

সূত্র মতে, এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তিনি প্রায় ১৫ বছর ধরে পুঁজিবাজারে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন ।

ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড এ যোগদান এর আগে তিনি রহিমআফরোজ বাংলাদেশে লিমিটেড, ইকা ওয়ার (প্রাঃ) লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এ বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনাব সালাম দেশে বিদেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশ নিয়েছেন।