বাড়তির দিকে মোটা ও চিকন সব কাউন্টের সুতার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ০৯:১৭:৩০
নারায়ণগঞ্জের টানবাজারে সুতার দাম বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে মোটা ও চিকন সব কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ৫-৬ টাকা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি টানবাজারে বন্ডের সুতা খোলাবাজারে বেচাকেনা হওয়ায় অভিযান পরিচালিত হয়। এতে সুতার সরবরাহ অনেকটাই কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে।
বাজার ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের মোটা সুতা পাউন্ডপ্রতি ৪১-৪৫ টাকা বিক্রি হচ্ছে। এক মাস আগেও একই মানের সুতা বেচাকেনা হয়েছিল ৩৮-৪২ টাকায়। সেই হিসাবে ১০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডে ৩ টাকা। ২০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। এক মাস আগে এ মানের সুতা পাউন্ডপ্রতি ৬৮-৭৮ টাকায় বিক্রি হয়েছিল। দাম বেড়েছে পাউন্ডে ২ টাকা।
টানবাজারে এক মাস আগেও ৩০ কাউন্টের সুতা পাউন্ডপ্রতি ৯৬-১০২ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল এ মানের সুতার পাউন্ড দাঁড়িয়েছে ১০০-১০৫ টাকা। মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে পাউন্ডে সর্বোচ্চ ৪ টাকা। একইভাবে ৪০ কাউন্টের সুতার দাম বেড়ে দাঁড়িয়েছে পাউন্ডপ্রতি ১১৮-১২০ টাকায়। এক মাস আগেও এ মানের সুতা বেচাকেনা হয়েছিল ১১২-১১৬ টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ৪০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডে সর্বোচ্চ ৬ টাকা।
এদিন ৫০ কাউন্টের সুতা পাউন্ডপ্রতি ১৪০-১৪৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটির দাম ছিল পাউন্ডপ্রতি ১৩৫-১৪২ টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ৫০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডে সর্বোচ্চ ৫ টাকা। এদিকে ৬০ কাউন্টের প্রতি পাউন্ড সুতা ২০০-২০৪ টাকায় বিক্রি হচ্ছে। মাসের ব্যবধানে এ মানের সুতার দাম পাউন্ডে সর্বোচ্চ ৪ টাকা বেড়েছে।
টানবাজারে ৮০ কাউন্টের চিকন সুতা পাউন্ডপ্রতি ২৪৫-২৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। ১০-১২ দিনের ব্যবধানে এ মানের সুতার দাম বেড়েছে পাউন্ডে ৩ টাকা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি টানবাজারে অভিযান পরিচালনা করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কাস্টম অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকা কার্যালয়। এ সময় বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগে তিনটি গদি থেকে মালপত্র জব্দ করা হয়েছে। ২০ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর পর থেকে টানবাজারে খোলাবাজারে বন্ডের সুতা বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। কমেছে সরবরাহ। এর প্রভাবে চিকন সুতার দামও বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা বলেন, আন্তর্জাতিক বাজারে তুলার বাড়তি দাম এবং অভ্যন্তরীণ বাজারে পণ্যটির উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বাজারে সব ধরনের সুতার দাম বাড়তির দিকে রয়েছে। একই সঙ্গে স্পিনিং মিলগুলো থেকে সুতার সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে প্রভাব পড়ছে। এ কারণে বাজারে মোটা ও চিকন সব সুতার দাম বেড়েছে।
তিনি আরো বলেন, শীতের প্রকোপ অনেকটাই কমে এসেছে। এরই মধ্যে দেশের কারখানাগুলোয় গরমের মৌসুমের পোশাক তৈরির তোড়জোড় শুরু হয়েছে। ফলে চাহিদা বেড়েছে তুলনামূলক চিকন সুতার। সীমিত সরবরাহের বিপরীতে বাড়তি চাহিদার কারণে বেড়েছে দাম।
নাম প্রকাশ না করার শর্তে টানবাজারের একজন ব্যবসায়ী জানান, অনেক আগে থেকেই এখানকার খোলাবাজারে বন্ডের সুতা বিক্রি হয়। তবে সাম্প্রতিক অভিযানের পর খোলাবাজারে বন্ডের সুতা বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকে গোপনে এসব সুতা বিক্রি করছেন। তবে সরকারি নজরদারি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বাজারে বেচাকেনা অনেকটাই কম। কমেছে সরবরাহ। এর প্রভাবে বাড়তে শুরু করেছে মোটা-চিকন সব কাউন্টের সুতার দাম।
সানবিডি/এনজে