পাথরঘাটায় আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৩:০১:৩৫
নগরের পাথরঘাটা ফিশারিঘাটে আগুনে পুড়ে গেছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বিভিন্ন হোটেল ও দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস