ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো ভাইবোন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৫:১৪:০৭
এবার আরামের ঘুমের বিছানা ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো দুই ভাইবোন।
বুধবার গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার বাটনাতলীর লিপিয়াপাড়ায় মেমং মারমা নামক অধিবাসীর সন্তান।
নিহত দুই সহোদরের নাম মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬)।
মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে।
সানবিডি/এনজে