বাংলাদেশের তিন ক্রিকেটারকে ‘হুমকি’ মানছেন রমিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৭:৩৭:৩৫


দীর্ঘ এক যুগ পর পাকিস্তান সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে সেখানে একটা মাত্র টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ এবার সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলোদেশের তিনজন খেলোয়াড়কে হুমকি মানছেন সে দেশের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

রমিজ মনে করেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের উপর চোখ রাখতে হবে পাকিস্তানিদের। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ পাকিস্তানের জন্য হুমকি হতে পারে।’

মুস্তাফিজ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী রমিজ বলেন, ‘মুস্তাফিজ খুব ঠান্ডা মাথার ক্রিকেটার। সে তরুণ এবং মাঠে দারুণ সক্রিয়। তার ওয়ানডে পরিসংখ্যান অসাধারণ। এছাড়াও সে দুর্দান্তভাবে বলের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তার সিম আপ বল গুলা গতির জন্য খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সে কমপ্লিট প্যাকেজ। তার ফর্ম বাংলাদেশের সম্ভাবনা বাড়িয়ে দিবে।’

সাবেক এ পাকিস্তানি ওপেনার বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে বলেন, ‘সে অসাধারণ এক বাঁহাতি ব্যাটসম্যান। সে অনেক অভিজ্ঞ। আর স্পিন বলটাও দুর্দান্ত খেলে। সে তার দলকে ভালো সূচনা এনে দেয়। আর টি-টোয়েন্টিতে এটা বেশ গুরুত্বপূর্ণ। সে ছন্দে থাকলে পাকিস্তানের জন্য বিরাট সমস্যা হবে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বলেন, ‘মাহমুদউল্লাহর ছন্দে থাকা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেতৃত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং খেলার গতিপথ পাল্টে দিতে পারে। সেও অনেক অভিজ্ঞ। আর নিজেকে সে বিভিন্ন সময় প্রমাণ করেছে। অধিনায়কত্ব অনেক সময় খেলোয়াড়ের পারফরম্যান্স বাড়িয়ে দেয়। আমার মনে হয় দল তার কাছ থেকে তাই আশা করে।’

এছাড়াও পাকিস্তানের তিন খেলোয়াড়ের দিকে চোখ রাখছেন এই সাবেক ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও নতুন ডাক পাওয়া হারিস রউফ।
সানবিডি/ঢাকা/এসএস