সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসএস স্টীল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৫ ১২:১৭:১০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসএস স্টীল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে দর কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬৭ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের দর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৭ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের দর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সিলকো ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক ০৯ শতাংশ, তশরিফার ৭ দশমিক ৬৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৫ দশমিক ৯০ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৫ দশমিক ৩০ শতাংশ, শেফার্ডের ৪ দশমিক ৫৮ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪ দশমিক ০৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ দশমিক ২১ শতাংশ শেয়ার দর কমেছে।

সানবিডি/এসকেএস