অ্যাপল লাইটেনিং পোর্ট ছাড়তে চায় না

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২৫ ১২:৪৬:১৮


ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ) এক দশক ধরেই  প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ইউএসবি পোর্টের চার্জার ব্যবহারে চাপ দিয়ে আসছে।ই-বর্জ্য কমানোর খাতিরে তারা এখন লাইটনিং পোর্ট যুক্ত চার্জারের ব্যবহার নিষিদ্ধ করতে চায়। কিন্তু তাদের কথা মেনে এই চার্জার বাতিল করতে নারাজ অ্যাপল।ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য অ্যালেক্স সালিবার মতে, পরিবেশের উপর লাইটেনিং পোর্টের চার্জার খুব খারাপ প্রভাব ফেলে। বছরে এ থেকে উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৫১ হাজার টন।তবে অ্যাপল বলছে ভিন্ন কথা।  ২০১২ সাল থেকে তাদের প্রায় ১০০ কোটি ডিভাইস লাইটনিং পোর্টসহ বাজারে এসেছে। ফলে ইউরোপেও লাখ লাখ ডিভাইস আছে যেগুলো লাইটনিং পোর্টের চার্জারের উপর নির্ভরশীল। এখন যদি এর ব্যবহার নিষিদ্ধ হয় তবে ডিভাইসগুলো অকেজো হয়ে পড়বে। এতে আরও বেশি পরিমাণে ই-বর্জ্য তৈরি হবে।

সানবিডি/এনজে