অগ্রণী ব্যাংকের সঙ্গে টিভিএস অটোর সমঝোতা সই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৫ ১৫:৩৩:০৭


অগ্রণী ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে টিভিএস অটো কর্তৃক নিযুক্ত ডিলারদের ঋণদান বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

গত বৃহস্পতিবার বিকাল তিনটায় অগ্রণী ব্যাংক লিমিটেডের বোর্ডরুমে এই সমঝোতা সই হয়।

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের আগ্রহের প্রেক্ষিতে তাদের নিযুক্ত ডিলারদের ঋণ সহায়তা প্রদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড সম্মতি প্রকাশ করেন।

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রায় ২০০ ডিলার নিয়োগের মাধ্যমে দেশব্যাপী ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।

অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস