ভারত থেকে দলে দলে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে ফিরছেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৫ ১৫:৪৮:২২


ভারতে নাগরিকত্ব সংশোধনী আ্ইন পাস করার পরে দলে দলে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে প্রবেশ করছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পশ্চিমবঙ্গ শাখার একজন শীর্ষ কর্মকর্তা শুক্রবার বলেছেন, অবৈধ অভিবাসীরা ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। গত এক মাসে এসব অভিবাসীর বাংলাদেশে ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার) ওয়াই বি খুরানিয়া বলেছেন, জানুয়ারিতে কমপক্ষে ২৬৮ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। এ ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে তারা এবং বাংলাদেশে প্রবেশ করছে। খুরানিয়া পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একথা বলেছেন। তিনি বলেন, অবৈধদের শতকরা ৯০ ভাগই ভারত ছাড়ার চেষ্টা করছেন এবং তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

অনলাইন হিন্দুস্তান টাইমসের ‘মোর ইলিগ্যাল মাইগ্রেন্টস রিটার্নড টু বাংলাদেশ ইন ১ মানথ: বিএসএফ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

সানবিডি/এনজে