৩৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আতিক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১৩:১৫:৩৩
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে জয়লাভ করলে আনিসুল হকের অসমাপ্ত কাজ সম্পন্ন করাসহ ডেঙ্গুকে প্রাধান্য দিয়ে ৩৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
আজ রবিবার লেকশর হোটেলে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এসডিজি পূরণে এক রোল মডেল।’
তিনি বলেন, ‘৪০০ বছরের পুরনো শহর ঢাকা; যার বাঁকে বাঁকে ঐতিহ্য, ইতিহাস, সংগ্রাম আর বিনির্মাণের গল্প। মহান মুক্তিযুদ্ধের পর ঢাকা বাংলাদেশের রাজধানী। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশ বিকশিত হয়েছে। বিশ্বের জনবহুল শহরের মধ্যে ঢাকা অন্যতম। ঘনবসতিপূর্ণ এ শহরের মানুষের যাপিত জীবনে নানা সীমাবদ্ধতা থাকলেও এ শহর আমাদের কাছে বড় আবেগের, বড় ভালোবাসার।’
এ সময় তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য এই নগরীকে কেবল বসবাস উপযোগী নয়, বরং নগরবাসীর জীবনমানেরও উন্নতি সাধন করা।’
আতিকুল ইসলামের ঘোষিত ৩৮ দফা ইশতেহারের মধ্য রয়েছে-
> উন্নত বিশ্বের মত আধুনিক পদ্ধতিতে ঢাকার দুই সিটি করপোরেশন, ওয়াসা, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাশ্ববর্তী সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সাথে নিয়ে বছরব্যাপী মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন;
> সকলের জন্য নানা সুযোগ সুবিধা সম্পন্ন এলাকাভিত্তিক উন্মুক্ত পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ;
> টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলে বর্জ্যকে জ্বালানী শক্তিতে রুপান্তর করা;
> ডিএনসিসির প্রতিটি স্থাপনায় মাতৃদুগ্ধ কক্ষ নির্মাণ, বস্তিবাসীদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে;
> বিশেষভাবে সক্ষম এবং নারী পুরুষ শিশু বান্ধব নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ;
> ফুটপাত দখলমুক্ত করে এলাকাভিত্তিক পথচারীবান্ধব ফুটপাত নির্মাণ;
সানবিডি/এনজে