কথিত বাংলাদেশী অভিযোগে ১১ জনকে আটক করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১৬:২১:৪৩


ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযান চলছে। এবার দেশটির আহমেদাবাদে কথিত ১১ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। শহর পুলিশের অপরাধ শাখার স্পেশাল অপারেশন শাখা ঈশানপুর, চান্দোলা লেক , মুস্তুফা এবং মসজিদ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করেছে। পুলিশ বলেছে, অভিযানের সময় ভারতে থাকার পক্ষে বৈধ কোনো ডকুমেন্ট দেখাতে না পারার জন্য তাদেরকে আটক করা হয়। এসিপি, এসওজি, বিসি সোলাঙ্কি বলেছেন, আটক ব্যক্তিরা কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

সানবিডি/এনজে