চট্টগ্রামে এক টন মদ উদ্ধার

আপডেট: ২০১৫-১১-২৬ ১১:৩৬:৩২


Modচট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকার নিচে কর্ণফুলী নদীর তীর থেকে এক টন চোলাইমদ  উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্বজোন বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, চোলাই মদগুলো পার্বত্য এলাকা থেকে নদীপথে এনে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল।  শহরে সেগুলো ভাসমান বিক্রেতাদের কাছে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিমুজ্জামান জানান, সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা ভোরে কর্ণফুলী সেতু এলাকায় কর্ণফুলী নদীতে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের অভিযান টের পেয়ে দুটি মাছ ধরার নৌকা থেকে সকল আরোহী পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের  সদস্যরা নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের প্যাকেট মোড়ানো প্রায় এক মেট্রিকটন চোলাই মদ উদ্ধার করে।