তিন ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৭ ১৬:০৫:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর,১৯) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফান্ড তিনটি হলো- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড,এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়্যাল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড

দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৯)  ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ৫৯ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) বাজার মূল্যে দাড়িয়েছে ৯ টাকা ২৫ পয়সা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৯)  ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ০৯ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ০৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) বাজার মূল্যে দাড়িয়েছে ১০ টাকা ২৩ পয়সা।

রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়্যাল ফান্ড

দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৯)  ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ১২ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ১৪ পয়সা।

৩১ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) বাজার মূল্যে দাড়িয়েছে ১১ টাকা ২৮ পয়সা।

সানবিডি/এসকেএস