মৃত ছেলের পোস্টার নিয়ে বিচারের দাবিতে রাস্তায় মা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৭ ১৭:০০:৫৬


একমাত্র ছেলে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর সঙ্গে রাস্তায় নেমেছেন এক মা। বুকে পোস্টার জড়িয়ে বিলাপ করতে করতে চেয়েছেন নির্মম হত্যাকাণ্ডের বিচার।

গত ২রা জানুয়ারী একদল দুর্বৃত্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকারপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে মাহফুজুর রহমান রিমনকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর, চিকিৎসাধীন অবস্থায় ৮ই জানুয়ারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রিমন।

সোমবার বেলা ১১টায় রিমন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তার পরিবার ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে পালিত এ কর্মসূচিতে বুকে পোস্টার জড়িয়ে বিলাপ করে ছেলে হত্যা বিচার চান মা বাছিয়া পারভীন। এ কর্মসূচিতে সরকারপাড়াসহ আশপাশের এলাকার কয়েকশ বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ ভান্ডারী, নিহত রিমনের বোন বিউটি বেগম, ছাত্রলীগ নেতা জিদনী ইসলাম, আয়াত আলী সরদার, শামছু মিয়া, জসিম সরকার, আবদুল আজিজ অনিক ও মোবারক মিয়া প্রমুখ।

এসময়, তারা রিমন হত্যায় জড়িত কোনো আসামিকে ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা অপরাধে দিন-দুপুরে রিমনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে রিমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২রা জানুয়ারী সকালে বাড়ি থেকে বের হওয়ার পর শহরের বেপারীপাড়া এলাকার জনৈক মোবারক মিয়ার বাড়ির সামনে একদল দুর্বৃত্ত রিমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়। পরে, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। এরপরে, চিকিৎসাধীন অবস্থায় ৮ই জানুয়ারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রিমন। এ ঘটনায়, শহরের উত্তর মৌড়াইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে খেলু মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন রিমনের মা বাছিয়া পারভীন।

সানবিডি/এনজে