ফের কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৮ ০৯:১৮:১৮


কিছুদিন স্থির থাকার পরে দিনাজপুরের হিলিতে আবার বেড়েছে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম। মাত্র দুদিনের ব্যবধানে হিলিতে মসলাপণ্যটির দাম প্রতি কেজিতে ৩০ টাকা বেড়েছে।  জানা গেছে, দুদিন আগে দেশে উৎপাদিত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকায়। সোমবার পণ্যটির দাম বেড়ে প্রতি কেজি দাঁড়িয়েছে ১০০ টাকায়। তবে এ সময় চীন থেকে আমদানি করা পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। পণ্যটির কেজি আগের মতোই ৭০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।

তবে চলমান ভরা মৌসুমেও দেশে উৎপাদিত পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নজরুল ইসলাম জানান, পেঁয়াজের বাজার কোনোক্রমেই স্থিতিশীল অবস্থায় আসছে না। মাঝে কিছুদিন কমে ফের এক লাফে কেজিতে ৩০ টাকা বেড়েছে। পণ্যটির দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষ আরো বিপাকে পড়বে। পণ্যটির বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় সম্প্রতি পণ্যটির দাম কমে এসেছিল। হিলিতে সাধারণত রংপুর ও পাবনা অঞ্চল থেকে পেঁয়াজ সরবরাহ হতো। কিন্তু ওইসব অঞ্চল থেকে সম্প্রতি পণ্যটির সরবরাহ কমে গেছে। এদিকে মৌসুমের শুরুতে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ব্যবসায়ীরা পণ্যটির আমদানিও কমিয়ে দিয়েছিলেন। সব মিলিয়ে চাহিদার তুলনায় সরবরাহ সংকটের আশঙ্কায় পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে আমদানি বাড়লে এবং অন্যান্য অঞ্চল থেকে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে পণ্যটির দাম কমতে পারে বলে জানান তারা।

সানবিডি/এনজে