ব্লক মার্কেটে লেনদেন ১ কোটি ৪৬ লাখ টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-২৮ ১৫:৩০:৪৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭টি কোম্পানি কোম্পানির ১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৫ লাখ ১৮ হাজার ১৫৩টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো ১ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড সিরামিকের ৫৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।

এছাড়া ব্লক মার্কেটে ডাচ বাংলা ব্যাংকের ১৫ লাখ ৬ হাজার, ইভেন্স টেক্সটাইলের ১৫ লাখ ৯৮ হাজার, মার্কেন্টাইল ব্যাংকের ১৬ লাখ ৮ হাজার, নর্দার্ণ জুটের ৬ লাখ ৬৯ হাজার, এসএস স্টীলের ২০ লাখ ৭৭ হাজার ও স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

                              ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস