আমান ফিডের আইপিও’র টাকা নয়-ছয়: প্রত্যেক পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০১-২৮ ১৮:৫৬:০৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত আমান ফিড লিমিটেড প্রাথমিগ গণপ্রস্তাব (আইপিও) টাকা নয়-ছয় করার প্রমান পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আইপিও’র টাকা ব্যবহার নিয়ে বিশেষ নিরীক্ষা করার পর এই তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে কোম্পানির প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। বিএসইসির আজকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমান ফিড লিমিটেড এর বিশেষ নিরীক্ষক MABS & J Partners, Chartered Accountants এর বিশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী আমান ফিড লিমিটেড কমিশনের প্রাথমিক গণ প্রস্তাব (IPO) সংক্রান্ত অনুমােদন পত্র No. SEC/CI/IPO-197/2012-155 dated April 23, 2015 এর শর্ত অনুযায়ী প্রাথমিক গণ প্রস্তাব এর মাধ্যমে উত্তোলিত অর্থের যথাযথ ব্যবহার না করে এবং কমিশনে এ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করে Securities and Exchange Ordinance, 1969 এর Section-18 এবং কমিশনের উক্ত অনুমোদন পত্রের (consent letter) ৪, ৮ ও ৯ নং শর্ত লংঘন করেছে।

ACNABIN, Chartered Accountants আমান ফিড লিমিটেড এর প্রাথমিক গণ প্রস্তাব এর মাধ্যমে উত্তোলিত অর্থের নিরীক্ষক হিসেবে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত সিকিউরিটিজ আইনসমূহ লংঘনের তথ্য না দিয়ে Securities and | Exchange Ordinance, 1969 এর Section-18 লংঘন করেছে।

উক্ত আইনসমূহ লংঘনের জন্য কমিশন অদ্যকার সভায়:

(ক) ইস্যুয়ার আমান ফিড লিমিটেড এর প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনােনীত পরিচালক ব্যতিত) কে ২৫ (পঁচিশ) লক্ষ টাকা।

করে জরিমানা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছে;

(খ) আমান ফিড লিমিটেড এর প্রাথমিক গণ প্রস্তাব (IPO) এর মাধ্যমে উত্তোলিত অর্থ এর নিরীক্ষক ACNABIN,Chartered Accountants এর পার্টনার মাে: রুকুনুজ্জামান, এফসিএ এখন থেকে আর কখনও প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহার সংক্রান্ত বিষয়ের নিরীক্ষা করতে পারবে না মর্মে সিন্ধান্ত গ্রহণ করেছে; এবং

(গ) এছাড়াও আমান ফিড লিমিটেড এর প্রাথমিক গণ প্রস্তাব (IPO) এর মাধ্যমে উত্তোলিত অর্থ এর নিরীক্ষকACNABIN, Chartered Accountants, প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অর্থের নিরীক্ষার ক্ষেত্রে যথাযথ পেশাগত আচরণ না করায় ACNABIN, Chartered Accountants এর বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা। গ্রহণের জন্য বিষয়টি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকন্টিন্টেন্টস্ অব বাংলাদেশ (ICAB) -এ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সানবিডি/ঢাকা/এসআই