আগুনে বসত ঘরসহ ৭ দোকান ভস্মীভূত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৯ ১২:৫৬:১৫
বান্দরবানের রোয়াংছড়ি বাজারে এক বসত ঘরসহ সাত দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা দিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এসময় লানিং প্রু মারমা, মো. রাসেল, জাহাঙ্গীর আলম, বাবলু বড়ুয়া, খোকন বড়ুয়া, থুইক্যঅং মারমা, ক্যসাইনু মারমা, গরাচিং মারমার সাত দোকানসহ বসতঘর আগুনে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে মো. রাসেলের মুরগির দোকানে ইলেক্ট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, হঠাৎ করে মাঝ রাতে বাজারে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নির্নয় করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনা পর রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও থানা অফিসার ইনচার্জ ওসি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।