আগামীকাল প্রথম দিবারাত্রির টেস্ট শুরু

আপডেট: ২০১৫-১১-২৬ ১৭:১২:৪৭


test.Crecketক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আগামীকাল থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত দিবারাত্রির টেস্ট খেলা। গোলাপি রঙের কোকাবুরা বলের ব্যবহারও হবে এই ম্যাচে। অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে দিবারাত্রির টেস্টের যাত্রা। তবে, ১৩৮ বছরের টেস্টের ইতিহাসে আরও একটা নতুন বিষেয়র স্বাদ পাওয়া যাবে। কী সেটা ?

এটা দর্শকদের জন্য কিছু নয়, খেলোয়াড়দের জন্য। এই প্রথমবারের জন্য আগে চা পানের বিরতি, তারপর ডিনারের আয়োজন। আশ্চর্য হচ্ছেন ? একটু ভালো করে বুঝিয়ে দেওয়া যাক।

এমনিতে টেস্ট ম্যাচে প্রথম সেশনের পর লাঞ্চ হয়। ৪০ মিনিট বিরতির পর ফের খেলা শুরু হয়। এরপর দুপুরের দিকে হয় টি ব্রেক। সেখানে থাকে ২০ মিনিটের বিরতি। কিন্তু, দিন-রাতের টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রথমে থাকবে টি ব্রেক। অ্যাডিলেডের সময়ানুযায়ী বিকেল ৪টের সময় এই বিরতি হবে। ২০ মিনিট পর ফের শুরু হবে খেলা। ঠিক ৬টা ২০ মিনিটে শুরু হবে ডিনার। যার নাম সাপার ব্রেক। এর জন্য বরাদ্দ ৪০ মিনিট। ডিনার শেষে ৭টা থেকে ৯টা পর্যন্ত ফের হবে খেলা। পুরোটাই ফ্লাডলাইটে।