অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-৩০ ১৫:২২:১০
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টাইগার যুবারা। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ স্বাগতিকরা। দু’দলের শেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিনবার। আর দক্ষিণ আফ্রিকা দু’বার।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে পিটিভি স্পোর্টস।
বাংলাদেশ একাদশ :তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।