১০৯ রানে অলআউট রংপুর

প্রকাশ: ২০১৫-১১-২৬ ১৭:৪৮:২৬


rangpurতিন নম্বরেই নামলেন সাকিব আল হাসান। আর তার ব্যাটেই মান বাঁচানো একটি সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। ৩৩ রান করেছেন সাকিব। আগের দিন চমৎকার একটি সংগ্রহ গড়ার পরের দিনই ব্যাটিংয়ে বাজে অবস্থা দেখা গেল রংপুরের। সিলেট সুপার স্টার্সের বোলাররা ১০৯ রানে আটকে দিলো রংপুরকে। ৯ উইকেটে এই রান করেছে সাকিবের দল। সিলেটের মোহাম্মদ শহীদ ৪ উইকেট নিয়েছেন। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। বিপিএলের আজকের প্রথম ম্যাচটা হচ্ছে লো স্কোরিং।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিলেন সাকিব। তার দল রংপুর শুরু থেকেই উইকেট হারিয়েছে এদিন। পেসার শহীদ ৭ রান করা সৌম্য সরকারকে ফিরিয়ে দিয়েছেন তৃতীয় ওভারে। লেন্ডল সিমন্স (১৩) রান আউট হয়ে ফিরলে চাপে পড়ে রংপুর। ওপরের দিকে নেমে চাপ সামলানোর চেষ্টা করেছেন সাকিব। কিন্তু অন্য প্রান্তে উইকেট পড়েছে। মোহাম্মদ মিথুন (৪) ও জহুরুল ইসলাম (৮) ফিরে যান।

৫৪ রানে ৪ উইকেট হারায় রংপুর। এরপর পঞ্চম উইকেটে ইনিংসের সেরা জুটি গড়েছেন সাকিব ও থিসারা পেরেরা। ২৬ রান এসেছে এই জুটিতে। রবি বোপারা ২১ রান করা পেরেরার উইকেট নিলেন। রংপুরের রানের গতি আরো শ্লথ হলো।

৫ রান করে ড্যারেন স্যামি হিট উইকেট হয়েছেন। এরপর মোহাম্মদ শহীদ নিয়েছেন শেষ তিন উইকেট। শেষ ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। সাকিবের পর আরাফাত সানির উইকেট নেন তিনি। ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন সাকিব। আর শহীদ ৪ ওভারে ১ মেডেনে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, রবি বোপারা ও নাজমুল হোসেন। সবচেয়ে কিপ্টে বোলার বোপারা। ৪ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান!