কুমিরের গলায় কঠিন ফাঁস, বাঁচাতে পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০২ ১৬:২৩:০৬
সাঁতার কাটার সময় যে কোনভাবে সমুদ্রের পানিতে ভেসে থাকা একটি টায়ার কোনোভাবে একটি কুমিরের গলায় মালার মতো ঢুকে গেছে। এখন সেই টায়ারের জন্য হাসফাঁস কুমিরের প্রাণ। আর এই কুমিরকে টায়ারমুক্ত করতে ব্যর্থ হয়েছেন দক্ষ সব কর্মী।
তাই এবার আর কোনো উপায় না দেখে কুমিরের গলা থেকে টায়ার খোলার জন্য পুরস্কার দেয়ার বিজ্ঞাপন দিয়েছে ইন্দোনেশিয়া প্রশাসন। এখন প্রশ্ন হলো– ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কুমিরের গলা থেকে কে এই টায়ারের বাঁধন খুলবেন।
সুলাওয়েসির রাজধানী পালুর কাছে সমুদ্রের তীরে উদ্ধার হওয়া কুমিরের গলায় টায়ার দেখেই আঁতকে উঠেছিলেন বিশেষজ্ঞরা।
তারা ভাবছিলেন, শ্বাসরুদ্ধ হয়ে হয়তো কুমিরটা মারা যাবে। তবে বেঁচেই আছে সে। কিন্তু গলায় বিঁধে রয়েছে টায়ার। অনেকে চেষ্টা করেও তা খুলে ফেলতে পারেননি।
এ নিয়ে আশঙ্কা বাড়ছে, তাদের ধারণা– শ্বাসকষ্টে এবার ধীরে ধীরে প্রাণ যাবে কুমিরের। তাই বাধ্য হয়েই এ বিষয়ে অভিজ্ঞ লোকজন খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে সুলাওয়েসি প্রশাসন।
কুমিরের গলা থেকে টায়ার খুলতে পারলেই মিলবে পুরস্কার। তবে কত টাকা পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি।
এমন অসহায় অবস্থায় কুমিরটি আরও হিংস্র আচরণ করতে পারে। তাই দক্ষ কাউকেই কাজটি দিতে চায় প্রশাসন। বিজ্ঞাপনে তা স্পষ্ট করেই লেখা আছে। সাধারণ মানুষের উদ্দেশে সুলাওয়েসির প্রকৃতি সংরক্ষকরা বলছেন, কুমিরটির কাছাকাছি কেউ যেন না যায়। কারণ গলায় টায়ার আটকে বিধ্বস্ত কুমির হামলা চালাতেই পারে। সূত্র: সংবাদ প্রতিদিন
সানবিডি/এনজে