কুমিল্লার টার্গেট ৮৩
আপডেট: ২০১৫-১১-২৭ ১৬:৫১:৩৬
শুক্রবার বিপিএলের দুপুরের ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়েেইনিংসের ১ বল বাকি থাকতে ৮২ রানে থেমে যায় রংপুরের ইনিংস।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ মিথুন। কুমিল্লার পক্ষে ৪ উইকেট শিকার করেন লংকান পেসার নুয়ান কুলাসেকারা। ২টি উইকেট নেন বাংলাদেশি বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। জিততে কুমিল্লার দরকার ৮৩ রান।
নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচেই নেই রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় অধিনায়কত্ব করছেন মিসবাহ-উল-হক।
রংপুর রাইডার্স ইতোমধ্যে চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩টি ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ