নড়াইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪ জন
প্রকাশ: ২০১৫-১১-২৭ ২১:১৫:২৭
নড়াইলে পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতরা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নড়াইল সদর থানায় ১৫ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৯ জন এবং নড়াগাতী থানায় ১০।
কন্ট্রোলরুম সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাগজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল, একটি চাইনিজ কুড়াল ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মুনসুর আলীর ছেলে লিপিয়ার মোল্যা (২৮) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চার মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃংখলা পরিস্থিতিতি স্বাভাবিক রাখতে ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।