লেবানন থেকে দেশে ফিরছেন ৪৭০ জন প্রবাসী
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৯ ১৫:২৪:৫৫
লেবাননে লেগে থাকা রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে দেশটি থেকে স্বেচ্ছায় ফিরে আসছেন ৪৭০ জন প্রবাসী বাংলাদেশি। আগামী সপ্তাহে তারা দেশে ফিরে আসবেন এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লেবাননে বসবাসকারী বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপে যারা নাম নিবন্ধন করেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গ্রামের মাসুক মিয়া বলেন, আমার ছেলে কয়েক মাস ধরে নিয়মিত টাকা পাঠাইতে পারতেছেনা। ও হোটেলে চাকরি করে। হোটেল একদম মেইন রোডে। রাস্তায় আন্দোলন হয় বলে ঠিকমতো খুলতে পারে না। মালিকের ইনকাম কমে গেছে। বেতন দিতে পারতেছে না। তাই দেশে আমিও সমস্যায় পড়েছি।
সানবিডি/এনজে