নওগাঁয় এটুআই ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৭:১৬:০৭


 A2iডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসন এর আয়োজনে  এবং একসেস টু ইনফরেশন (এটুআই) এর সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মো: আমিনুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নওগাঁর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রশাসকের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ.ত.ম আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, এনডিসি জুনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা কৃষি কর্মকর্তা সত্যব্রত সাহা, নওগাঁ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক, সহকারী প্রোগামার কেশব কুমার হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং জেলার ১১টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/আরমান/এসএস