রাবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৭:৪৩:৫৬


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ (আইন অনুষদ) ইউনিটের অধীনে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথমবর্ষ এলএলবি (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জোড় ও বিজোড় রোলের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, ‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.admission.ru.ac.bd ও ডিনস্ কমপ্লেক্সের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।

এ বছর ‘বি’ ইউনিটে মোট ১৬ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করে। যাদের বিজোড় ও জোড় রোল নম্বরে বিভক্ত করে দুইভাগে পরীক্ষা নেয়া হয়। জোড় ও বিজোড় মিলিয়ে মোট ৫৩৩ জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় ২০০টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়।

আগামী ০৬ ডিসেম্বর ‘বি’ ইউনিটের বিজোড় ও জোড় রোল নম্বরধারীদের সাক্ষাৎকার সকাল ৯টা থেকে ১২টা ও ২টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে নেয়া হবে।

শিক্ষার্থীদের আগামী ০৪/১২/২০১৫ তারিখ শুক্রবার রাত ১০টার মধ্যে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) বিভাগের পছন্দক্রমের ফরম পূরণ করে প্রিন্ট দিয়ে সাক্ষাৎকারের সময় নিয়ে আসতে বলা হয়েছে।