আইফোনকে টেক্কা দেবে ‘ক্যানভ্যাস ৫’
প্রকাশ: ২০১৫-১১-২৮ ১৮:২৮:১২
ভারতের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স মোবাইল বাজারে নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘মাইক্রোম্যাক্স ক্যানভাস ৫’। এর ডিসপ্লের চারপাশ কিছুটা বাঁকানো। আইফোনের আদলে বানানো ফোনটি সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করবে।
ফোনটির সুপার অ্যামোলিড ৫.২ ইঞ্চি ডিসপ্লেতে আছে ৪৪১ পিক্সেল পার ডেনসিটি। যে কোনো এইচডি ছবি বা ভিডিও দেখার জন্য ডিসপ্লেটি আকর্ষণীয়। ১.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সঙ্গে এতে রয়েছে ৩ জিবি র্যাম। ৮ জিবি বিল্ট ইন মেমোরির সঙ্গে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করে সেটের মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে ললিপপ।
ডুয়েল সিমের ফোনটির রিয়ারে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে রয়েছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা।
ফোনটির ব্যাটারি ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের।
ভারতের বাজারে ফোনটির দাম ১১ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশী টাকায় এর মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৪০০ টাকা।