বাংলাদেশ নিয়ে এ কোন ষড়যন্ত্র!!

আপডেট: ২০১৫-১১-২৮ ২০:৫৭:০৫


103526_sonowalpti-m_92561ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কংগ্রেস দল আসাম রাজ্যকে বাংলাদেশের অংশ করতে চায় বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। শুক্রবার আসামের ডিব্রুগড়ে বিজেপির এক সমাবেশে এই অভিযোগ করেন রাজ্যের নবনিযুক্ত বিজেপি-প্রধান। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সমাবেশে সর্বানন্দ বলেন, “কংগ্রেস আর এআইইউডিএফ  (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) শুধু ক্ষমতা দখলের জন্য আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র শুরু করেছে।  দিন দিন  আমাদের দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে কংগ্রেস সতর্ক হচ্ছে। এ কারণে তারা বিজেপির বিরুদ্ধে ভুল তথ্যের প্রচারণা শুরু করেছে।”

আসামের বিজেপি পরিচালিত হচ্ছিল হিন্দিভাষী নেতাদের দিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের এমন মন্তব্যের সমালোচনা করে সর্বানন্দ বলেন, “আমি গগৈকে মনে করিয়ে দিতে চাই, আমি একজন আদিবাসী আসামি।”

সানবিডি/ঢাকা/রাআ