করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১০:৩৩:০৫


করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি মারা গেছেন। বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসে দেশটিতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। খবর সিএনএনের।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেইপ্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিসকেসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনাকবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন।

তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক নারীও করোনাভাইরাসে আক্রান্ত। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনাভাইরাসে বিধ্বস্ত শহরগুলোতে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে ভাইরাসটি প্রথম দেখা দেয়। বিশ্বের ৫৬ দেশের ৮৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ চীন দেশের নাগরিক।
সানবিডি/ঢাকা/এসএস